Netscape Navigator 9 রিলিজ

Posted on November 25, 2007. Filed under: Software Review | Tags: |


ছবি
আজ অনেকদিন পর আবার নেটস্কেপ নেভিগেটর(ইন্টারনেট ব্রাউজার) ডাউনলোড করে ইনস্টল করে দেখলাম। সম্ভবত এটি আগে আই ই এর ইঞ্জিন ব্যবহার করতো। তবে নতুন এই ভার্সন সম্পূর্ন ফায়ারফক্স টেকনোলজির উপর ভিত্তি করে বানানো। আর এ কারনেই ফায়ারফক্স২ এর কম্পেটিবল সব এডঅন এটিতে কাজ করে। কেন এটি ব্যবহার করবেন?
একঃ ফায়ারফক্সের প্রায় সব সুবিধা এখানে পাবেন। সেই সাথে,
দুইঃ নেটস্কেপ নেভিগেটর ৯ এর কিছু বিশেষ ও ইউনিক সুবিধা এখানে পাবেন। নিচে কিছু উল্লেখ করা হলো।
যেকোন টেক্সএরিয়া রিসাইজ করাঃ

অনেক জায়গায় লিখতে গিয়ে দেখা যায় টেক্স এরিয়া বা পোস্ট লেখার জন্য দেওয়া জায়গা খুব কম। নেটস্কেপ ব্যবহার করে এই অসুবিধা দূর করা যাবে। যে কোন টেক্স এরিয়ার ডানে, নিচে ও ডাম-নিচ কর্নারে মাউস দিয়ে ড্রাগ করে টেস্ট এরিয়ার সাইজ ছোট-বড় করা যাবে।

সাইড বার মিনি ব্রাউজারঃ

যে কোন লিঙ্ক রাইট ক্লিক করলে নতুন উইন্ডো, নতুন ট্যাবের পাশাপাশি সাইড বারে খোলার অপশন আসবে। সাইড বার ব্রাউজারের বাম পাশে এসে হাজির হয়। সাইড বারে মিনি ব্রাউজার হিসাবে যে কোন লিঙ্ক ব্রাউজ করা যাবে। ক্রিন স্পিটারের সাহায্যে সাইড বার ও মূল উইন্ডো ছোট বড় করা যাবে।

রিস্টার্ট করাঃ

অনেক সময় এডঅন ইনস্টল করলে তা কাজ করানোর জন্য বা কোন কারণে ক্রাশ করলে ফায়ারফক্স রিস্টার্ট করার অপশন আসে, নেটস্কেপ৯ এ ফাইল মেনু থেকে রিস্টার্ট করার অপশনটি নতুন যা অন্য কোন ব্রাউজারে দেখা যায় না।

স্টপ ও রিলোড/রিফ্রেশ বাটন এক সাথেঃ

স্টপ ও রিলোড/রিফ্রেশ বাটন এক সাথে থাকায় কিছু জায়গা কম লাগে নেভিগেশন টুল বারে।

ইউ আর এল কারেকশনঃ

নেটস্কেপে পরিচিত সাইটগুলোর নাম ভুল দিলে বা এড্রেস টাইপের কমন ভুল গুলো নিজে নিজে ঠিক করে নেবে, যেমনঃ Examples: .cmo => .com, htp:// => http://, netscape,com => netscape.com

আরো বিস্তারিত জানার জন্য এখানে দেখুন

নেটস্কেপ নেভিগেটর৯ এক সাথে উইন্ডোজ, লিনাক্স ও ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য পাওয়া যাবে তাই চিন্তা নাই প্লাটফর্ম নিয়ে।

ফ্রি ডাউনলোড লিঙ্কঃ
একঃ উইন্ডোজ
দুইঃ ম্যাক
তিনঃ লিনাক্স

বিঃদ্রঃ
লেখাটি আমাদের প্রযুক্তি ফোরামে এখানে পাবেন।

Read Full Post | Make a Comment ( 1 so far )

Liked it here?
Why not try sites on the blogroll...